ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে পরিকল্পনা কাজের অর্ধেক? আপনি পরিকল্পনা করতে পারেন মানে হচ্ছে আপনি জানেন কী করতে হবে। আর আর যেহেতু জানেন কী করতে হবে, তবে আপনি তা করতেও পারেন। এবার বলতে পারেন আমি তো ভাই জানি কিন্তু করা তো হয় না।
তার কারণ হতে পারে-
১। আপনকে আরও ভালোভাবে জানতে হবে,
২। যা জানেন, ফলাফল যাই আসুক না কেন ছোট্ট করে শুরু করে দিতে হবে, আরো জানতে হবে, আরো বেশি অগ্রসর হতে হবে।
একদম সহজ ! আসলেই খুব সহজ ‼
তাই পরিকল্পনার মূল লক্ষ্য হলো-
• প্রথম নিয়মিত আপডেট করা
• যা পরিকল্পনা করেছেন তা শুরু করা।
ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে পরিকল্পনা কাজের অর্ধেক?
যদি ডিজিটাল মার্কেটিং নয় একটি কনভেনশনাল মার্কেটিং এর পরিকল্পনার কথা আসে তবে আপনি কী বলবেন কীভাবে বানাবেন একটি পন্য বা সেবার মার্কেটিং প্লানিং-
১। প্রথমে আপনাকে ভাবতে হবে এটি কেমন মেয়াদের পরিকল্পনা হবে? উত্তরটির ওপর নির্ভর করবে আর একটি প্রশ্ন-
২। আপনার মার্কেটিং বাজেট কেমন হবে?
৩। আপনি নির্বাচন করবেন আপনার অডিয়েন্স কারা অর্থাৎ আপনার সম্ভ্যাব্য ক্রেতা কারা?
৪। আর আপনার পন্যটির কোন দিক গুলো প্রদর্শন করালে ক্রেতা বুঝবে পন্যটি তাদের জন্য?
৫। কোন মিডিয়াতে বা কোন কোন পদ্ধতিতে আপনার পণ্যটি দেখাবেন?
৬। আপনার এক্সপেন্স বাজেটের ওপর রির্টান কী পাচ্ছেন? জানতে হবে, তা না হলে ইনভেস্টমেন লস।
৭। কোন মাধ্যমে আপনার এই সম্পূর্ণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন?
তো এবার আপনি ডিজিটাল হোক আর ট্রেডিশনাল হোক যে কোন মার্কেটিং পরিকল্পনা করতে পারবেন?
ইন্টারনেটের মাধ্যমে কোন বিষয় গুলো আপনাকে পরিষ্কার জানতে হবে?
আরে তাই তো ডিজিটাল মার্কেটিং এর পরিকল্পনার কথা তো বললাম না। ঠিক আপনিই ধরে ফেলেছেন, যে প্রক্রিয়ায় ট্রেডিশনাল মার্কেটিং করা হয় ঠিক সেই প্রক্রিয়ায় ডিজিটাল মার্কেটিংও করা হয় শুধু মাধ্যমটা হয় ইন্টারনেট ব্যবহার করে।
এবার আসেন ইন্টারনেটের মাধ্যমে কোন বিষয় গুলো আপনাকে পরিষ্কার জানতে হবে?
১। আপনার সম্ভ্যাব্য ক্রেতাগণ কোন সোস্যাল মিডিয়া বেশি ব্যবহার করছে?
২। আপনার পণ্য বা সেবা ঐ নির্ধারিত মিডিয়াতে কেমন ভাবে প্রস্তুত করে প্রদর্শন করালে ক্রেতা সহজে বুঝতে পারবে? তা ছবি, ভিডিও, স্লাইডার, টেক্সট বা অনেকগুলোর স্বমন্বয় হতে পারে।
৩। এসব মিডিয়াগুলোতে কীভাবে পোষ্ট করবেন?
• স্যোসাল মিডিয়া হলে জানতে হবে সেইগুলোতে কেমন ভাবে পোষ্ট করার নির্দেশনা দেয়া হয়?
• ই-মেইল হলে সহজে সুন্দর ভাবে দ্রুত কোন টুলস ব্যবহার করে ইমেইল পাঠানো যায়?
• এস এম এস হলে কত শব্দে কী ধরনের মেসেজ লিখে সহজে,দ্রুত সময়ে পাঠানো সম্ভব কোন টুলস ব্যবহার করে?
• নিজস্ব ওয়েব সাইট হলে কীভাবে SEO টেকনিক ফলো করে কনন্টেন শেয়ার করা যায়?
উত্তরগুলো জেনে আস্তে আস্তে কাজ শুরু করতে হবে আর ফলোআপ দিয়ে অগ্রসর হতে হবে।
আর বর্তমানে অনেকে ডিজিটাল মার্কেটিং করেন পরিকল্পনা ছাড়া আর পরবর্তিতে এই অপরিকল্পনা ফলাফল নিয়ে আসে Zero or Less Return on Investment যা সত্যিই নতুন স্টার্টআপ বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যাপক ক্ষতির কারণ। পাশাপাশি নিজেরও মনোবল নষ্ট হয় আর মার্কেটেও অডিয়েন্স নষ্ট হয় তাদের খারাপ অভিজ্ঞতা তৈরি হয়।
তবে আপনি যদি ভুল করে নিয়মিত শিখতে ও কাজ চালিয়ে যেতে থাকেন তবে আপনিই বিজয়ী।