আপনার ব্যাবসায়ে প্রসারের মূলে রয়েছে চোখ ধাধানো ডিজাইন বা গ্রাফিক্স। আমাদের চোখে শুরুতেই যে জিনিসটি ধরা পরে তা হলো যেকোনো বিজ্ঞাপনের ডিজাইন বা গ্রাফিক্স। আর তা দেখেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি অনেক ক্ষেত্রেই। তাই নজর করা ডিজাইন ই আপনার ব্যাবসায়ে প্রসারে মূখ্য ভুমিকা পালন করে।
আমরা আপনাদের সেই কাজটি সম্পন্ন করতেই নিয়ে এসেছি দারুন গ্রাফিক্স ডিজাইন প্যাকেজ, যা আপনার ব্যাবসায়ের প্রসারে সাহায্য করবে।
আমাদের ডিজাইন প্যাকেজ
প্যাকেজ টাইম: ১ মাস
ইন্ডাসট্রি: রেস্টুরন্টস/ ই-কমার্স (ফ্যাশন, জুয়েলারি, কসমেটিক্স, ফার্ম, অন্যান্য)
প্যাকেইজে যা থাকছে-
১। ১টি প্রোমো অফার সম্বলিত ব্যানার,
২। ২টি অফার সম্বলিত কনটেন্ট,
৩। ১টি অফার সম্বলিত স্মল মোশোন ব্যানার
৪। ১টি প্রোফেশনাল এ্যাড রান (ফেইসবুক/ ইনস্টাগ্রামে), টার্গেট অডিয়েন্স অনুসারে,
৫। প্রোফেশনাল এ্যাড রান (ইউটিউবে)
৬। ১ মাসের জন্য সোস্যাল মিডিয়া ম্যানেজম্যান্ট (ফেইসবুক, ইনস্টাগ্রাম) ফিডব্যাক/ রিভিউ সুবিধা : গ্রাহকগণের পছন্দমতো রিভিউ দিতে পারবেন।