Domain

নতুন ডোমেইন রেজিস্ট্রেশন করার টিপস!

নতুন ডোমেইন রেজিস্ট্রেশন

নতুন ডোমেইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে অনেক বিষয় মাথায় রাখতে হয়। একটি ডোমেইন নিজের ব্যবসা প্রতিষ্ঠান এর সৌন্দর্য ফুটিয়ে তোলে এবং মানুষের নিকট গ্রহণযোগ্য করে তোলে। নতুন ডোমেইন রেজিস্ট্রেশন এর নামের মাঝেই লুকিয়ে থাকে ব্র্যান্ডিং। তাই ডোমেইন বাছাই এর ক্ষেত্রে অনেক ভেবে চিন্তে ডোমেইন নিন।

“ব্যাবসা হোক কিংবা নিজের কোন প্রতিষ্ঠান ডোমেইন হওয়া চাই সেরা!”

নতুন ডোমেইন রেজিস্ট্রেশন করার টিপস!

◈ সহজ নাম নির্বাচন করুণ
◈ সংক্ষিপ্ত নাম পছন্দ করুণ
◈ সহজে বানান করা যাবে এমন নাম নির্বাচন করুণ
◈ সহজে উচ্চারণ করা যায় এমন নাম সিলেক্ট করুণ

◈ ব্র্যান্ডেবল নাম পছন্দ করুণ
◈ নামের সাথে হাইফেন, নাম্বার, ডাবল ওয়ার্ড ইউজ করা থেকে বিরত থাকুন
◈ ডোমেইন নেমে কী-ওয়ার্ড যুক্ত করুণ যদি প্রয়োজন পরে এবং উপরের টার্ম গুলোর বিঘ্ন না ঘটে
◈ অবশ্যই চেক করে দেখুন, আপনি কোন কপিরাইট নাম ব্যবহার করছেন কিনা

◈ অবশ্যই ভালো এক্সটেনশন নির্বাচন করুণ, যদিও .com সবার আগে রেকোমেন্ডেড কিন্তু বর্তমানে অনেক নতুন এক্সটেনশন রয়েছে যেগুলো নাম ও দামের দিক থেকে স্মার্ট, সেগুলো ও ব্যবহার করতে পারেন
◈ যদি মাথায় ভালো নামের আইডিয়া না আসে ডোমেইন নেম জেনারেটর টুল গুলো ব্যবহার করুণ
◈ পর্যাপ্ত পরিমাণে গবেষণা করে মেয়াদ উত্তীর্ণ বা পুরাতন ডোমেইন কিনতে পারেন
◈ পছন্দের নামটি খুঁজে পাওয়ার সাথে সাথে রেজিস্ট্রেশন করে ফেলুন, একটুও দেরি করা যাবে না

বাজেটিং before ডিজিটাল মার্কেটিং

নতুন ডোমেইন রেজিস্ট্রেশন

তাহলে আর অপেক্ষা কেন? এখনি পছন্দের ডোমেইন নেয়ার জন্য বসে না থেকে নিয়ে নিন।

সেরা ডোমেইন নেম খুঁজে পাওয়া সহজ কাজ নয়। আপনার বিজনেস এবং ক্যাটাগরির উপরে ভিত্তি করে অনেক ব্যাপার মাথায় রাখতে হবে। তবে উপরের টিপস গুলো অনুসরণ করতে পারেন।সহজ নাম নির্বাচন করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *