২। আপনি আপনার ই-কমার্স ব্যবসায়ে পন্য বা সেবা সম্পর্কে লক্ষ্য রাখবে আপনার পন্য বা সেবা কী ধরণের কস্ট বেনিফিট দিচ্ছে আপনার কাস্টমারদের অর্থাৎ পরিষ্কারভাবে বোঝাতে হবে আপনার কাছ থেকে পন্য কিনলে ক্রেতার যেই লাভ হবে তা সে আসলেই অন্য কোথাও থেকে কিনে সেই লাভ করতে পারবেন না।
তবে পন্যের দামের দিকে কম ভার দিতে গিয়ে মানের অবস্থা বারটা বাজলে ব্যবসায়ের অবস্থাও বারটা বাজবে
৩। আপনি আপনার ই-কর্মাস ব্যবসায়ে এমন কোন ধরনের পন্য দিচ্ছেন যা আপনার ক্রেতা বা ভোক্তাগণ অন্য কোথাও সহজে পাবে না। অর্থাৎ ইউনিক প্রডাক্ট।
পাশাপাশি আপনি সাধারণত বাজার মূল্যে আর অন্যান্য কিছু সুবিধা দিয়ে আপনার ভোক্তার চাহিদা মতো অন্য প্রোডাক্ট সাইটে প্রদর্শন করবেন। তবে আপনার ভোক্তা বা ক্রেতা যাতে বারবার তার প্রয়োজন মোটানোর জন্য আপনার সাইটে আসে এই বিষয়টা মাথায় রেখে পন্য নির্বাচন করার চেষ্টা করুন