বেশিরভাগ এফ-কমার্স (ফেসবুক কমার্স) ব্যবসায়ীদের দেখা যায় তারা নিয়মিত ম্যাসেজ অ্যাডগুলো রান করেন আর সেই অ্যাডে রেসপন্স আসে তবে তার মধ্যে অপ্রাসঙ্গিক মেসেজ থাকে প্রচুর আর রাতে জেগে রিপ্লাই দিলেও আশানুরুপ সেল আসে না।
দেখবেন আপনার ক্রেতা যদি প্রকৃতপক্ষেই কিনতে আগ্রহী হয় তবে সে আপনার সাথে যোগাযোগ করে ওয়েব থেকে অর্ডার করতেও খুব স্বাচ্ছন্দবোধ করতে আর যারা রিয়েল ক্রেতা না তারা শুধু আপনার অ্যাডের খরচ বাড়াবে সাথে আপনার হ্যাসেলও।
অনেক ক্ষেত্রেই দেখা যায়, যাদের অলরেডি সাইট আছে কিন্তু ওয়েবসাইট প্রচুর সময় নিয়ে লোড নিচ্ছে আর এ জন্য অনেক ক্রেতাই আপনার সাইট থেকে অর্ডার না করে অন্য সাইটে গিয়ে অর্ডার করছে।
প্রায় অনেক সাইটে গেলে দেখা যায় প্রোডাক্টের ছবি রয়েছে কিন্তু প্রোডাক্ট নিয়ে কোন ভিডিও/ ডেসক্রিপশন/ ক্লিয়ার কোন ভিজুয়্যাল ইমেজ সাইটে নেই তাই কাস্টমার কিনতে তেমন একটা আগ্রহী হয় না।
আপনার সাইট কতটুকু প্রোফেশনালভাবে সাজিয়েছেন কিংবা ডিজাইন করেছেন এই বিষয়টি সাইটের ইউ এক্স (ইউজার এক্সপেরিয়েন্স) ও ইউ আই (ইউজার ইন্টারফেস) দেখলেই বোঝা যায়। তাই আপনি কাস্টমারের জন্য সাইট যত সহজ ও সুন্দর করবেন আপনার ওয়েবসাইট থেকে সেল হওয়ার প্রবণতা তত বেশি বেড়ে যাবে।
বহু টাকা ফেসবুক অ্যাডে খরচ করছেন কিংবা গুগল অ্যাডে খরচ করছেন কিন্তু উপযুক্ত ট্রাকিং কোড না বসাতে পারায় দিন দিন অ্যাডের খরচটা বেড়ে যায় আর ভবিষ্যতে আপনার সাইটে আসা অডিয়েন্সদের রিমার্কেটিং করা সম্ভব হয় না।
উপরের কারণগুলো সেল জেনারেট না হয়ার পিছনে বিশাল এক প্রভাব রাখে। তাই সবকিছু মিলিয়ে আপনার জন্য প্রয়োজন সাজানো একটা ওয়েবসাইট, যা হবে ইউজার ফ্রেন্ডলি ও সুপার ফাস্ট তাও আপনার বাজেটের মধ্যে!